কবি মহাদেব নন্দী -এর একটি কবিতা ‘ফিরিয়ে দাও’
ফিরিয়ে দাওমহাদেব নন্দী আচমকা সুরের ছন্দটা,কে যেনো দিল ছিঁড়েমনে হই কেউ দিল উল্টে সময়ের গতিটাস্তম্ভিত করে দিল গাম্ভির্যপূর্ণ অহঙ্কারী বিশ্ব মানবকেভুলিয়ে দিল বিদ্যার অহঙ্কার বিদ্বান কেহইতো সে দূষণ থেকে নিজেকে মুক্তির জন্য।করেছে এই কভিড নাইন্টিন কে।আজ সব বিদ্বেষ ভুলে ডাকছে কর জোরেক্ষমা কর পৃথ্বী পাচ্ছি ভুলের শাস্তি ,শান্ত হও ফিরিয়ে দাও সেই সুর ছন্দ্টাহে মহাকাল…