
কবি চঞ্চল চক্রবর্তী’র একটি কবিতা ‘মেলামেশা’
চঞ্চল চক্রবর্তী চলতি কথায় সবাই বলেমিলেমিশে চলা,হৃদয়ে তার লুকিয়ে আছেহাজার কথা বলা। নাড়ির টানের শব্দ-দু’টিরবাস যে অপর মেরু,কোথায় গেলে হবে যে শেষকোথায় গেলে শুরু। মিলতে পারে পথের দিশা,মিলতে পারে নদী,আদর্শটা সবাই মিলেমানতে পারো যদি। সুখ-দুঃখের দিনগুলিতেসবার সাথে মেলা,একই পথের পথিক হয়েহাতটি ধরে চলা। চিন্তা মেলে, ভাবনা মেলে,বন্ধু যদিও মেলেমন থেকে কি মিশতে পারেঅন্তর কি বলে?…