চঞ্চল চক্রবর্তী
কবি চঞ্চল চক্রবর্তী’র একটি কবিতা ‘মেলামেশা’
চলতি কথায় সবাই বলে
মিলেমিশে চলা,
হৃদয়ে তার লুকিয়ে আছে
হাজার কথা বলা।
নাড়ির টানের শব্দ-দু’টির
বাস যে অপর মেরু,
কোথায় গেলে হবে যে শেষ
কোথায় গেলে শুরু।
মিলতে পারে পথের দিশা,
মিলতে পারে নদী,
আদর্শটা সবাই মিলে
মানতে পারো যদি।
সুখ-দুঃখের দিনগুলিতে
সবার সাথে মেলা,
একই পথের পথিক হয়ে
হাতটি ধরে চলা।
চিন্তা মেলে, ভাবনা মেলে,
বন্ধু যদিও মেলে
মন থেকে কি মিশতে পারে
অন্তর কি বলে?
মেশে যেমন দিগন্তটা
মাটির সঙ্গে আকাশ
দুজন মিশে হয় একাকার
একসাথে হয় প্রকাশ।
ধোঁয়া মেশে হাওয়ার সাথে
ধুলোর সঙ্গে বালি,
পৃথক করা যায় না তাদের
একসাথে হয় খালি।
বলতে পারা গোপন কথা
মনের দুয়ার খুলে,
সব অনুভব ব্যক্ত করা
ছদ্ম আগল ভুলে।
মুখোশটাকে সরিয়ে রেখে
আজব তরো নেশা,
দুজন যখন চেষ্টা করে
তাহলে হয় মেশা।
তেলে জলে মিলে গেলেও
মিশতে নাহি পারে,
মেলামেশা বলার আগে
ভাবো একটিবারে।