কবি আজাদ মামুন -এর একটি কবিতা ‘জীবন ও স্বপ্ন’
জীবন ও স্বপ্ন আজাদ মামুন শ্রান্তি আর অবসাদে দুর্বহ হয়ে ওঠে আমাদের জীবন, আকাশের ছাউনি তলে মৃত্তিকা আমাদের শয়ন, দিগন্তগ্রাসী দৃষ্টির তীরে শিকার হয় আকাশ, নিচে জড়সড় ক্ষীণ দেহের শান্ত বসবাস। আমাদের স্বপ্নেরা সমগ্র আকাশে মেলে তাদের কুঁড়ি, বাঁধনহারা বাসনারা ছুটে চলে যেন নাটাইহীন ঘুড়ি, হৃদয়ের ভাঁজে ভাঁজে বিরাজিত শতশত মমতা, কল্পনার রাজ্যে চলে আমাদের নিরঙ্কুশ…