বিভা
কবি লক্ষণ কিস্কু
প্রেম। হৃদয়ে অচিন পাখি জাগিয়ে
চলে গেলে — সাগরে ঢেউ তুলে দিয়ে।
কত নিষ্ঠুর তুমি? বুকে দিলে ব্যাথা
মনে মনে গাঁথামালা — মিলন কথা
কুড়িয়ে ঝরা ফুল — রচে যাই হেথা।
প্রেম। তুমি কি আছ ফুলের আড়ালে?
মধুকর চুমু দেবে কোমল গালে।
খুঁজি দীপশিখায় — সাগর কীনারে
রিক্ত হৃদয় — সিক্ত করিবার তরে।
মুক্ত গগনে চাঁদে যেরূপ কিরণ
আমার আঁখি পানে তুমি মেঘবরণ
অকপটে কবুল করি দীপ্যমান
সলতে সমেত জ্বলন অনেক্ষণ।
Advertisement