মুখ ও মুখোশ / শুভায়ুর রহমান

Advertisement
মুখ ও মুখোশ 
শুভায়ুর রহমান
বরাবরই মুখোশ দিয়ে মুখকে ঢাকার চেষ্টা হয়
বরাবরই মুখকে লটকে দেওয়ার চেষ্টা হয় সভ্যতার আইসিইউতে
হতে পারে মুখ দিয়ে বলানো ভাষাকে মুখোশধারীরা ভয় পায়
সেজন্য বরাবরই মুখোশরা হিংসার পথ ধরে
মুখোশের হিংসা গ্রাসে অহিংসার মুখ জ্বলতে থাকে
মুখোশের হিংসায় দরদর করে চিৎকার করতে থাকে অহিংস মুখের ফিনকি রক্ত।
লাঠি, বুটের ঘা, কাদানে গ্যাস সব শেষে বুক সোজা গুলি! জ্বলতে থাকে আগুন, ধোঁয়ায় ধোঁয়ায় ভরে যায় আকাশ, চারদিকে তখন বাঁচার আর্তনাদ, শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েই মুখ দিয়ে সত্য কথা আরও বেরোতে থাকে।
দমবন্ধ হওয়ার আগে আরেকবার হিংসার ধোঁয়া ঠেলে নীল আকাশকে দেখার আশা জিইয়ে রাখে অহিংসার মুখ।
Advertisement
Advertisement

Leave a Reply

Developed by