আমার প্রেমিকা / শুভায়ুর রহমান

আমার প্রেমিকা
শুভায়ুর রহমান
বস্তুত এখন কোন মুখ সামনে এসে অধিকার দেখায় না
তাই আমার অধিকার দিয়েছি মনের টানকে প্রকৃতিকে, ভালোবেসেছি এখন নির্জনতাকে।
মোবাইলের চেনা রিংটোন বিদেয় দিয়েছি
জবাবদের মনের সিঁকেয় তুলে রেখেছি
এখন বড্ড টানকে ভালোবেসেছি প্রকৃতিকে
ভালোবেসেছি, আগামীকে ভালোবেসেছি
এখন নিবিড় রাত আমার প্রেমিকা
এখন সকালের ঘাসের ডগা প্রেমিকা
হিমের গায়ে লেগে থাকে প্রেমিকার সত্ত্বা
ঝিঁঝির ডাকে প্রতিধ্বনিত হয় প্রেমিকার সুর
এখন পাহাড় নদী আমার প্রেমিকার উঠোন
ছুটে যায় টানের কাছে প্রকৃতির কাছে!
বস্তুত এখন কোন মুখ সামনে এসে অধিকার দেখায় না
তাই আমার অধিকার দিয়েছি মনের টানকে প্রকৃতিকে, ভালোবেসেছি এখন নির্জনতাকে।

Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply