কবি নফর আলি সেখের একটি প্রতিবাদী কবিতা ‘মিছিলে পা মেলাও’

Advertisement

মিছিলে পা মেলাও
নফর আলি সেখ

প্রতিটি ফুলের পাপড়িতে
পা দাও এখন
প্রতিটি দিন ভেঙে দাও
মিছিলে মিছিলে……
শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করো….
দিনে পাঁচবার চুম্বন করা
আমার মাতৃভূমি আজ বিপন্ন
সমস্ত চক্রান্তের দেওয়ালে এঁকে দাও কালো রঙ।

আমার কর্ষন করা মাতৃভূমি
আজ বিপন্ন –
নরম বৃষ্টিকনায় আমার হৃদয় জেগে থাকে সহনাগরিকের
পাহারায় পাহারায়……
মিছিলে মিছিলে পা মিলিয়ে
ধূলিসাৎ করোশাসকের দম্ভ

এক বিশাল বাজপাখির মতো
হৃদয় তোমার
বসে থেকোনা
ছোঁ মেরে তুলে নাও
অত্যাচারীর হাতের চাবুক

প্রতিটি দিন ভাঙুক মিছিলে মিছিলে……….

Advertisement
Advertisement

Leave a Reply

Developed by