বাংলাদেশের কবি শাবলু শাহাবউদ্দিন -এর একটি কবিতা 

Advertisement

মানুষ অমানুষ

(শাবলু শাহাবউদ্দিন)

ছেলেটাকে মানুষ করবো ভাবছেন পিতা মাতা
উকিল কিংবা ম্যাজিস্ট্রেট হয়ে রাখবে বংশের মাথা
ডাক্তার হলে মন্দ কিসের টাকা হবে প্রচুর
ইঞ্জিনিয়ারিংয়েও টাকা আছে ভাবছেন তত দূর।
ধর্ম শিক্ষা কেন দেব ভাই, টাকা আমি অনেক যে চাই
ধর্ম শিক্ষা গ্রহণ করলে, ছেলের জীবন শেষ বিকেলে
কষ্টে যাবে ভাবছেন দেখ তোমার বাবা মায়
মানুষ হবার এই জগতে আর যে উপায় নাই ।
নীতি শিক্ষার গুল্লি মারি, টাকা আন ভাই কাঁড়ি কাঁড়ি
জগৎ সংসারে টাকা ছাড়া কোন মূল্যে নাই, তাই টাকা শুধু চাই ।
মানুষ হল কেমন করে তোমার ছেলে মায়
হইল একটা আস্থা জানোয়ার; টাকার তরী বয় ।
কেউ বলে না ভাই মানুষ হরে জগৎ সংসারে
অমানুষে জগৎ ভরেছে সৃষ্টির রহস্যে ।

—————————–

কবি পরিচিতিঃ
শাবলু শাহাবউদ্দিন,
ইংরেজি বিভাগ,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
রাজাপুর, পাবনা, বাংলাদেশ ।
Advertisement
Advertisement

Leave a Reply

Developed by