পাখি / শাবলু শাহাবউদ্দিন 

পাখি
শাবলু শাহাবউদ্দিন

পাখি হইলো না আপন

ভালোবেসে কেন তারে গো
দিলাম আমার সরল মন
যে পাখি হইলো না আপন।
ভেবেছিলাম পাখি আমার
দেবে না রে ফাঁকি
বেসে ভালো তারে আমার
 মনের ঘরে রাখি
পাখির যত্ন করে রাখি।
সেই পাখি মোর উড়াল দিলো
দিয়া আমায় ফাঁকি ।
পাখির যত্ন করে রাখি ।
আকাশ প্রাণে চেয়ে আছি
পাখি যদি আসে
তারে আবার রাখবো আমি
মনের খাঁচায় বাঁধি
পাখি কেন যে দিলো আমায় ফাঁকি
সেই প্রশ্ন মনে আজও আমি রাখি।
শাবলু শাহাবউদ্দিন 
কবি ও গল্পকার 
পাবনা বাংলাদেশ
+8801746631125

Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply