পদর্শক… / কালিশংকর বাগচী

পদর্শক…
কালিশংকর বাগচী

মম্বকমুণ্ডন করে মন্ত্রের পাঠ নিচ্ছে অন্ধকার, সন্ন্যাস নিতে

ভবঘুরে-চোখ থেকে জ্যোতি নিংড়ে দৃষ্টিকে পৃথিবী চেনাচ্ছে মহাকাল, নতুন করে
সমুদ্রের হট্টগোল নিংড়ে টিকে থাকার সুর সংগ্রহ করছে জনস্রোত

ছন্দের বিদ্যুৎ থেকে কবিতার শূন্যতা ঝিলিক দিচ্ছে

হৃদয় লাট খাচ্ছে মনবেদনার নরম গদিতে, একা
সংসার কান পেতে আছে ভবিষ্যতের জয়ধ্বনিতে
বিসর্জনের আজান থেকে আবির্ভাবের রাশযাত্রা শুরু হয়েছে
নির্বাণের উজান থেকে জ্বালার তেজ বেরিয়ে আসছে
সংগ্রামের হিম ঢাকা গায়ে প্রাণের হাহাকার পাক খাচ্ছে

যাকেই হৃদয়ের ভাষা চেনাতে লাগাতার মন্ত্রপাঠ নিচ্ছে সন্ন্যাস-পিপাসু অন্ধকার

মুণ্ডিত মস্তকে শান দিয়ে
কীজানি কোন বিস্ময় ছুঁতে।

———————————

কালিশংকর বাগচী
৪৬, ঢাকুরিয়া ইস্ট রোড,
কলকাতা- ৭৮
মো: ৬২৯১২৬২২১৯


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply