কবি তানিয়া ইসলামের একটি কবিতা ‘পোড়া সুপ্রিয় জয়ধ্বনি’
পোড়া সুপ্রিয় জয়ধ্বনি তানিয়া ইসলাম শীতের বিকেল, বৃষ্টি ঝরে তবু বৃষ্টি নাকি গন্ধহীন স্বেদ কারা যেন মশাল জ্বালায় রাতে শীতের রাতে আকাশজোড়া খেদ। আমার ভীষণ ভয় করে তার জন্য যে ছেলেটা বাসে আটকা পড়ে যে ছেলেটা নিত্যযাত্রী ট্রেনে যে মেয়েটা একলা ফেরে ঘরে। আমার ভীষণ আপন মনে হয় প্রতিবাদের ভাষাটা যার অন্য রাত্রি জুড়ে জ্বালিয়ে…