
সৈয়দ কামরুল হাসানের একটি কবিতা ‘মানব-রূপ’
মানব -রূপ সৈয়দ কামরুল হাসান কাপুরুষের-দল যারা পেছন থেকে- মারে ছুঁড়া কে বলে -মানুষ ওরা… পশুর চেয়ে-খারাপ যারা? মানব রূপে-জন্মিলেই, মানুষ হওয়া-যায় না! ভদ্রতার-লেবাছ ধরে অহমিকায়-ফেঁটে পড়ে। ঐ ওঁদেরে-চেঁটে খাবে মরিচিকায়; হিংসা-নিন্দা,অহংকারে সদা অাপনাবড়ত্ব-দেখায়!! মানবকূলে-জন্ম নিয়ে, চলন-বলন, কথক.. যদি হয়-হিংস্র’হায়নাদের মতো!! মানব ছুরত-বদনখানি, চক্ষু, কর্ণ, নাসিকা, অাছে সব-অঙ্গে… পুতুল রূপে-গড়ন খানি, দু’টি- হস্ত, দু’টি- পদ…