কবি মহাদেব নন্দী -এর একটি কবিতা ‘ফিরিয়ে দাও’

Advertisement

ফিরিয়ে দাও
মহাদেব নন্দী

আচমকা সুরের ছন্দটা,
কে যেনো দিল ছিঁড়ে
মনে হই কেউ দিল উল্টে সময়ের গতিটা
স্তম্ভিত করে দিল গাম্ভির্যপূর্ণ অহঙ্কারী বিশ্ব মানবকে
ভুলিয়ে দিল বিদ্যার অহঙ্কার বিদ্বান কে
হইতো সে দূষণ থেকে নিজেকে মুক্তির জন্য।
করেছে এই কভিড নাইন্টিন কে।
আজ সব বিদ্বেষ ভুলে ডাকছে কর জোরে
ক্ষমা কর পৃথ্বী পাচ্ছি ভুলের শাস্তি ,
শান্ত হও ফিরিয়ে দাও সেই সুর ছন্দ্টা
হে মহাকাল তুমি ধংস কর এই কোভিড নাইন্টিনকে
আবার নতুন করে জাগিয়ে তুলো
ফেলে আশা ছন্দময় পৃথ্বীকে ।

Advertisement
Advertisement

Leave a Reply

Developed by