কবি তানিয়া ইসলামের একটি কবিতা ‘পোড়া সুপ্রিয় জয়ধ্বনি’

Advertisement

পোড়া সুপ্রিয় জয়ধ্বনি

তানিয়া ইসলাম

শীতের বিকেল, বৃষ্টি ঝরে তবু
বৃষ্টি নাকি গন্ধহীন স্বেদ
কারা যেন মশাল জ্বালায় রাতে
শীতের রাতে আকাশজোড়া খেদ।

আমার ভীষণ ভয় করে তার জন্য
যে ছেলেটা বাসে আটকা পড়ে
যে ছেলেটা নিত্যযাত্রী ট্রেনে
যে মেয়েটা একলা ফেরে ঘরে।

আমার ভীষণ আপন মনে হয়
প্রতিবাদের ভাষাটা যার অন্য
রাত্রি জুড়ে জ্বালিয়ে রাখে মশাল
আগুন নয়, আলো ছড়াবার জন্য।

ধিকি ধিকি জ্বলতে থাকুক আগুন
আগুন নয়, শৃ্ঙ্খলিত খেদ
কণ্ঠে থাকুক প্রতিবাদের ভাষা,
রক্তবিহীন নতুন অনুচ্ছেদ।

যে ছেলেটার প্রতিবাদকে ঘিরে
রাষ্ট্রযন্ত্র ভয় পেয়ে যায় অতি
যে ছেলেটার কণ্ঠে অধিকার
বুদ্ধিদীপ্ত শৃংখলিত মতি।

লাঠি চলে তারই উপর জোরে
তোমার আমার রাজধানী শহরে
মারের চোট মৃত্যু ছুঁয়ে ফেরে
কাদের ছেলে লাইব্রেরীর ঘরে?

তোমার আমার সহজ অধিকারে
বেঁচে থাকার প্রশ্ন চিহ্ন আঁকে
কারা যেন ঠান্ডা ঘরে বসে
হিসেব কষে রক্তমাখা হাতে।

মানুষ তবু মানুষেরই জন্য
আমি তুমি সহনাগরিক
পুড়ছে নগর জ্বলছে দেবালয়ও,
প্রতিবাদটা চলুক নির্ভীক।

Advertisement
Advertisement

Leave a Reply

Developed by