
কবি কল্পনা মজুমদারের একটি কবিতা ‘বর্ষা সুন্দরী’
বর্ষা সুন্দরীকবি কল্পনা মজুমদার রূপসী বর্ষা অঙ্গে তব কত রূপ।রুপালি বরণ মুক্ত সম অপরূপ।কখনো ঝরোঝরো ধারায় বহিছো অবিরত।কখনো মৃদু রিমিঝিমি ঘুঙুর পায় হও পতিত।গ্রীষ্মের খরতাপে তোমার আসার আশায়,কৃষকেরা খরা জমি নিয়ে বসেছিল হতাশায়।তুমি এলে জাদুকাঠি নিয়ে সহসা,নদ-নদী খাল-বিল শুষ্ক কৃষি জমি পেল ভরসা।বৃক্ষরাজি সব ধুলাহীন শাখা পল্লব দোলায় সবল সতেজ,সবুজে সবুজে জুড়ায় চোখ নেই কিছু…