পদর্শক… / কালিশংকর বাগচী
পদর্শক… কালিশংকর বাগচী মম্বকমুণ্ডন করে মন্ত্রের পাঠ নিচ্ছে অন্ধকার, সন্ন্যাস নিতে ভবঘুরে-চোখ থেকে জ্যোতি নিংড়ে দৃষ্টিকে পৃথিবী চেনাচ্ছে মহাকাল, নতুন করে সমুদ্রের হট্টগোল নিংড়ে টিকে থাকার সুর সংগ্রহ করছে জনস্রোত ছন্দের বিদ্যুৎ থেকে কবিতার শূন্যতা ঝিলিক দিচ্ছে হৃদয় লাট খাচ্ছে মনবেদনার নরম গদিতে, একা সংসার কান পেতে আছে ভবিষ্যতের জয়ধ্বনিতে বিসর্জনের আজান থেকে আবির্ভাবের রাশযাত্রা…