কবি রফিকুল হাসান -এর একটি কবিতা ‘হোক কলরব’
হোক কলরব রফিকুল হাসান বিশ্বকাপের উত্তাপে বঙ্গজুড়ে বুক কাঁপে অঙ্গজুড়ে থরহরি মনটা যে আজ খুব চাপে বিশ্বকাপের উত্তাপে বিশ্বজুড়ে বুক কাঁপে! ভুবনজয়ী হলে’রে মন ভুগবো না আর মনস্তাপে চতুর্দিক খুব নির্ভীক, খেলব খেলা মাতিয়ে মাঠ পেয়েছি সুযোগ দেখিয়ে দেবো শিখে নেব সহজপাঠ! মাটি চুমে স্বদেশভূমে শুধুই হর্ষ নয় বিমর্ষ এবার আমার ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ…