ওং শান্তি ওং
মল্লিকা রায়ের একটি কবিতা ‘ওং শান্তি ওং’

মল্লিকা রায়
এখনই তো সময়,মজবুত এক
মেরুদন্ড তৈরির
পাঁজরে পাঁজরে বজ্র এঁটে
ছড়িয়ে দেওয়ার,তীব্র মুষ্টি উচিয়ে
ছত্রভঙ্গ করে এখনই তো সময়
বেড়িয়ে পরার ,
দীর্ঘ মেয়াদের ঘুঁনে এখনই সময়
প্রতিষেধকের, ভিত্ ছুঁয়েছে মাত্র
সময় নেই আর,
কীট আর কীট,নিষিক্ত বীজে
ছিটিয়ে চলেছে বংশগতির প্রভাব
বর্জ্য থেকে, ধ্বংস থেকে,
ভাগার থেকে – মোহাচ্ছন্ন সব
এগিয়ে চলেছে পিছু পিছু –
গর্জে উঠলাম আমিই – লজ্জায়,ঘেন্নায়, ক্রোধে,ভয়ে
আর কোন আমন্ত্রণ নেই, হাঁকডাক নেই
অখন্ড অবসর আমার !
Advertisement