সুব্রত সেনের কবিতা ‘পরিচয়’

Advertisement

পরিচয়

সুব্রত সেন

ক্ষান্ত করো অতীতের বস্তা পচা মিথ্যা অভিযোগ
সে কাহিনী বারবার শুনবার নেই কোনো প্রয়োজন
স্মৃতি আজ শুধু তিক্ততার মিথ্যা মায়াজাল
অক্ষমতার ক্রুর কন্ঠে বর্তমানে তারে শুধু দেও কেন অপবাদ
এখন যা করেছো তার কি হবে ভেবে দেখ একবার
এত লজ্জা লুকাবে কি করে নগ্ন হলে আজ
এক দশক ধরে যদি সত্যের পথে করেছিলে সংগ্রাম
বাংলায় রচিত হয়ে থাকে নব সত্যের ইতিহাস
বঞ্চিত ক্ষুধিত যোগ্যেরা এই দাসত্বের অপমানে ঘেরা
রাজপথে বসে করে কেন অনশন
মানুষের জীবনে মেলে স্বপ্নের কি তাহার আভাস?
তোমার সে কাহিনী মিথ্যা আজ, মিথ্যা করেছ তুমি
যে ঐশ্বর্য ছিল শিক্ষা সংস্কৃতির তাকে ক্ষয় করেছ তুমি
তোমার বিবেকের চৈতন্য দিয়ে, তীব্র লালসার ক্ষুদা দিয়ে ৷
নিজেকে সততার প্রতিক পার যদি প্রমান করিয়া দেখাও
সে গৌরব রাখো যদি পুনরায় অন্তরের অনল দহিয়া
রচিবে মানুষ তোমার আসল শিক্ষার সত্য পরিচয় ৷

Advertisement
Advertisement

Leave a Reply

Developed by