পরিচয়
সুব্রত সেন
ক্ষান্ত করো অতীতের বস্তা পচা মিথ্যা অভিযোগ
সে কাহিনী বারবার শুনবার নেই কোনো প্রয়োজন
স্মৃতি আজ শুধু তিক্ততার মিথ্যা মায়াজাল
অক্ষমতার ক্রুর কন্ঠে বর্তমানে তারে শুধু দেও কেন অপবাদ
এখন যা করেছো তার কি হবে ভেবে দেখ একবার
এত লজ্জা লুকাবে কি করে নগ্ন হলে আজ
এক দশক ধরে যদি সত্যের পথে করেছিলে সংগ্রাম
বাংলায় রচিত হয়ে থাকে নব সত্যের ইতিহাস
বঞ্চিত ক্ষুধিত যোগ্যেরা এই দাসত্বের অপমানে ঘেরা
রাজপথে বসে করে কেন অনশন
মানুষের জীবনে মেলে স্বপ্নের কি তাহার আভাস?
তোমার সে কাহিনী মিথ্যা আজ, মিথ্যা করেছ তুমি
যে ঐশ্বর্য ছিল শিক্ষা সংস্কৃতির তাকে ক্ষয় করেছ তুমি
তোমার বিবেকের চৈতন্য দিয়ে, তীব্র লালসার ক্ষুদা দিয়ে ৷
নিজেকে সততার প্রতিক পার যদি প্রমান করিয়া দেখাও
সে গৌরব রাখো যদি পুনরায় অন্তরের অনল দহিয়া
রচিবে মানুষ তোমার আসল শিক্ষার সত্য পরিচয় ৷