কাব্য কবিরের একটি কবিতা  ‘চিঠি লিখ’

Advertisement

চিঠি লিখ

কাব্য কবির 

তোমার চিঠি না পাওয়াই সেই ডাক কোড
ভুলে গেছি আমি আজ,
তোমার চিঠি না পাওয়াই সেই ব্যস্ত ডাকঘরে
নেই আগের মত কাজ।

তোমার চিঠি না পাওয়ায় অগণিত ডাকঘর
বন্ধ হয়েছে প্রায়,
তোমার চিঠি না পাওয়ায় জম ধরেছে
ডাকবক্সের ঝুলানো তালায়।

তোমার চিঠি না পাওয়ায় চাকরি হারিয়েছে
সেই বৃদ্ধ পোষ্ট মাস্টার,
তার পুরাতন বাই সাইকেলের
বেল শুনি না আর।

তোমার চিঠি না পাওয়াই ডাকবক্স গুলো
শূন্য দাঁড়িয়ে আছে
কোন পিয়ন আর চিঠি নিতে আজ
আসে না তার কাছে।

এসব কিছু তোমার চিঠি না পাওয়াই।
প্রিয় অভিমানী,
সব অভিমান ভুলে একদিন চিঠি লিখ
আমার ঠিকানায়।

কবি পরিচয়: কাব্য কবির
মাজেদা গার্ডেন,বাড়ি নং 59,মাতাব্বর রোড, উত্তর বাড্ডা, ঢাকা।
01629340792

Advertisement
Advertisement

Leave a Reply

Developed by