বিশ্ব সাহিত্য বাংলা সংবাদ: ১৯২৪ -এর ১১ ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন সুরথনাথ বসু। পরে বর্ণময় জীবনের এই মানুষটিই আমাদের কাছে পরিচিত হলেন সমরেশ বসু, কালকূট কখনও বা ভ্রমর নামে।
বেথুয়াডহরিতে সমরেশ বসুর প্রাক্ জন্মশতবর্ষ পালন করতে চলেছে চেতনা সাহিত্য পত্রিকা
আগামী ২২শে মার্চ বুধবার বরেণ্যে এই কথাসাহিত্যিকের প্রাক্ জন্মশতবর্ষ পালিত হবে বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের ‘সংহতি ভবনে’।
ওইদিন দিন শ্রমজীবী মানুষের ভাষ্যকার সমরেশ বসুকে কবিতা, গান, কণ্ঠ-নাটকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন চেতনা সাহিত্য পত্রিকা।এই উপলক্ষে তাঁরা একটি বিশেষ সংখ্যাও প্রকাশ করবে বলে জানা গিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁর সুযোগ্য পুত্র সাহিত্যিক ডা: নবকুমার বসু। থাকবেন বিশিষ্ট লেখিকা দেবযানী ভৌমিক, বাচিকশিল্পী নন্দিনী লাহা, অমিতাভ রায়চৌধুরী, জয়া মুস্তাফি রায়, সুদেষ্ণা দত্ত, উজ্জ্বল গোস্বামী, সুবীর নাগ চৌধুরী, শমীন্দ্র ভৌমিক প্রমুখেরা।
চেতনা সাহিত্য পত্রিকার সম্পাদক চপল বিশ্বাসের ভাবনা বিন্যাসে মনোজ্ঞ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নীলাঞ্জনা দত্ত ও অরূপ মণ্ডল।