
মল্লিকা রায়ের একটি কবিতা ‘ওং শান্তি ওং’
ওং শান্তি ওং মল্লিকা রায় এখনই তো সময়,মজবুত একমেরুদন্ড তৈরিরপাঁজরে পাঁজরে বজ্র এঁটেছড়িয়ে দেওয়ার,তীব্র মুষ্টি উচিয়েছত্রভঙ্গ করে এখনই তো সময়বেড়িয়ে পরার ,দীর্ঘ মেয়াদের ঘুঁনে এখনই সময়প্রতিষেধকের, ভিত্ ছুঁয়েছে মাত্রসময় নেই আর,কীট আর কীট,নিষিক্ত বীজেছিটিয়ে চলেছে বংশগতির প্রভাববর্জ্য থেকে, ধ্বংস থেকে,ভাগার থেকে – মোহাচ্ছন্ন সবএগিয়ে চলেছে পিছু পিছু – গর্জে উঠলাম আমিই – লজ্জায়,ঘেন্নায়, ক্রোধে,ভয়ে আর…