প্রণয়িনী
শাবলু শাহাবউদ্দিন
ঐ সুশ্রী প্রণয়িনী নাভি নিম্ন পড়া শাড়ি
এই দিন দুপুরে নিতম্ব শৈলী করে পথ দ্যায় পারি
কাল কাল মেঘ বরণ লম্বা লম্বা চুল
স্বাধীনতা বহি বহি কানে দুলে দুল ।
নর পুং দিয়ে মন আঁখি জেরায় সারাখন
কত যে আকাঙ্ক্ষা রস বয়ে যায় দিম্বণ
ললনা দিল না, কত যে যন্ত্রণা, পুং মন ভুলে না
আশা রাখে ঐ মনে স্বপ্নে আসে মিলন বনে।
পৃষ্ঠদেশ আছে বেশ, ঢেকে দিছে কাল কেশ
কাম মাখা কায়া খানা, মন পিছু কেন ছাড়ে না
বক্ষে মেরে প্রেমও তীর, কাম্য জাগে দিব্বি নিধির
কুল জাত না মানি, তাকে ছাড়া মন বাড়ি বিনি ।
ভালবাসি ভালবেসে প্রণয়নের কাম্য দেশে
প্রণয়িনীর দেহ কায়া,আমার জাতকুল মান ভেঙে দিছে।
Advertisement