আজও আসনি
হাবিব মন্ডল
তুমি আসনি ,আজও আসনি !
তুমি আসবে বলে কত
আলাপ-আলোচনা,নিয়ম-নীতি,ধ্বংস খেলা
তোমার আগমনের ভ্রান্ত উল্লাসে
বৃদ্ধ মায়ের হাহাকার,
পিতৃহারা শিশুর বুকফাটা কান্না
অষ্টাদশে সাদা শাড়ি সবই সয়ে চলেছি।
তুমি আসনি বলেই
হিংস্র আদিমের দল অবিরত স্তব্ধ করে চলেছে
শত নিরীহ প্রাণের স্পন্দন
বহ্নিময় লোলুপ দৃষ্টির ত্রাসে
নবযৌবনার বুকে আতঙ্কের কালো মেঘ
রুচির দ্বারে হিংস্র হায়নার পাহারা
বুভুক্ষ শিশুর উদরজ্বালায় যুদ্ধ করা।
মা হারা শিশুর বেদনাতুর মুখ দেখে এসো
ঘনমাঘের বস্ত্রহীনকে দেখে এসো
ঘোর শ্রাবণের আশ্রয়হীনকে দেখে এসো।
তুমি আসনি,আজও আসনি
স্বাধীনতা,মানবিকতা তুমি আজও আসনি।
••••••••••••••••••••••••••••••••••••••••••••
হাবিব মন্ডল, (7501201410)
দঃ বারাসত,জয়নগর,দঃ 24 পরগনা
পিন 743372