শরৎ রূপের রঙ্গমঞ্চ / সৈয়দুল ইসলাম

Advertisement
শরৎ রূপের রঙ্গমঞ্চ
সৈয়দুল ইসলাম
সবার প্রিয় শরৎ ঋতু
বর্ষা পরেই আসে,
ভোরের শরৎ পদ্মফুলে
মিটমিটিয়ে হাসে।
ঘাসের ডগায় শিশির কণার
বিন্দু বিন্দু জল,
সূর্যালোকে হিরকের ন্যায়
করে যে জ্বলমল।
নীল পরীরা ঘুরে বেড়ায়
সাদা মেঘের ভেলায়,
নদী তীরের কাশফুলেরা
মেতে ওঠে খেলায়।
কেয়া কেতকীর ফুলের শোভা
জাগায় শিহরণ,
শেফালীরো মৌ মৌ গন্ধ
মুগ্ধ করে মন।
শরৎ রূপের রঙ্গমঞ্চের
নেইতো কোনো জুড়ি,
সবুজ শ্যামল প্রকৃতি তাই
প্রাণটা খুলে ঘুরি।
( ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বাংলাদেশ। মোবাইল-০১৭২৮১০৬২৯২ )
Advertisement
Advertisement

Leave a Reply

Developed by