
কবি নফর আলি সেখের একটি প্রতিবাদী কবিতা ‘মিছিলে পা মেলাও’
মিছিলে পা মেলাও নফর আলি সেখ প্রতিটি ফুলের পাপড়িতে পা দাও এখন প্রতিটি দিন ভেঙে দাও মিছিলে মিছিলে…… শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করো…. দিনে পাঁচবার চুম্বন করা আমার মাতৃভূমি আজ বিপন্ন সমস্ত চক্রান্তের দেওয়ালে এঁকে দাও কালো রঙ। আমার কর্ষন করা মাতৃভূমি আজ বিপন্ন – নরম বৃষ্টিকনায় আমার হৃদয় জেগে থাকে সহনাগরিকের পাহারায় পাহারায়…… মিছিলে…