কবি সেখ প্রিয়াঙ্কার একটি কবিতা “একটি জিজ্ঞাসায় কতটা প্রশ্ন চিহ্ন”

Advertisement

একটি জিজ্ঞাসায় কতটা প্রশ্ন চিহ্ন

সেখ প্রিয়াঙ্কা

ছেলেটির মধ্যে ভালোবাসার আরক ছিল না , তাই হয়তো প্রেমিক হতে চেয়েও পারেনি! হৃদয়ের সবটুকু রং নিংড়ে নিয়ে প্রেমের কবিতাও লিখতে পারেনি, কারও অজানা চুনসুরকির দেওয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা মাড়ায়নি
যে মানুষটি নিত্যদিন অপরাজিতার পাপড়ির রঙ মাখতে চেয়েছিল, তার গল্পের কাহিনী বুঝতে অনেকাংশেই আনকোরা ছিল বস্তুত,
ছাদ বেয়ে চুঁইয়ে পড়া পড়ন্ত দুপুরের ফোকাসে আষ্টেপৃষ্ঠে কেউ স্ফিগমোম্যানোমিটারে একটু আদর খেতে চেয়েছিল কলম্বাসের জাহাজ হয়ে।
কতদিনের পর হ্যালির ধূমকেতুর গায়ে আমার চড়া উষ্ণতা, প্রেমের ভাষা গুলো বোধ হয় অবাধ্য ছিল
সে সেইসব চুপকথার মোড়কে বুঝতে পারেনি
সাদা কালো জীবন টা বড্ড সাদামাটা
তবে কখনো কখনো হাজার হাজার জোনাকিরা ছুটে এসে ভিড় করে আমার ব্যস্ত জীবনের মাস্তুলে
কিছু বেনামী জিজ্ঞাসা আজও চির নিদ্রায় সফেন ঢেউ তোলে, ইচ্ছামত থরে থরে সাজানো আমার ইদানীং সমূহ কাল্পনিক অক্ষরেখা
যার ছোঁয়ায় সাদা মেঘের বুক চিরে নামতে পারে শিলং পাহাড়ের ঐক্যবদ্ধ ঝংকার সত্ত্বেও প্রেমিক হতে চেয়েও পারেনি!

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Developed by