কলম / হাবিব মন্ডল

Advertisement

কলম
হাবিব মন্ডল


কলম চলেছে অগনিত কাল ধরে,
বহু দুর্গম-দুর্ভেদ পথ জয় করে
নদীর স্রোতের ন্যায় আপন চিত্তে
গোহীন অরণ্য ভেদ করে,
কলম চলেছে…

প্রতিনিয়ত রুগ্ন দেহের রক্ত ঝরিয়ে,
শোষিত জনের কাব্য লিখে।
কলম চলেছে বিজলি বেগে –
পাপকৃৎ-এর মুখোশ এঁকে।
কলম চলেছে…

কত লাঞ্ছনা,ভৎসনা উপেক্ষা করে,
সহস্র কবি হস্তে ফুল ফুঁটিয়ে,
প্রতিবাদীদের অস্ত্র হয়ে।
কলম চলেছে…

তাই আজ কলমের ক্লান্তি নেই,
অবসর নেই, শ্রমার্ঘ্য নেই !
কোটি-কোটি পৃচ্ছার জবাব দিয়ে
কলম চলেছে –
সম্মুখ থেকে সম্মুখে
আকাশ-বাতাস,গ্রহ-নক্ষত্রের দেশে।

Advertisement
Advertisement

Leave a Reply

Developed by