দারুণ
দেবব্রত সরকার
লেখা হয় যদি
আবিররঙের মতো তুমি! যা দেখে জীবন্তঅশ্রু হেসে ওঠে
এই অবয়বে মাখা বসন্তআগুন জোলাপ তোমার রূপরেখা দেখে
আমি খুব খুব ভালবাসি
দুরন্ত আবেগ যেনো খেলা করে মনোরস মেখে পোয়াতিপ্রভাতে
মুগ্ধতা ছুঁয়ে হৃদয় সাজিয়ে গোলাপের পাঁপড়ি খসালে…
Advertisement