স্বপনের সাথী
স্বপনের সাথী / ইয়ামিন সেখ
ইয়ামিন সেখ
বিছানায় শুয়ে, উপাধানে মুখ গুজে
কী ভাবছো ——–?
আজ তুমি কোথায়,
নীল সমুদ্রে না কী আকাশ নীলিমায় -?
আজ তুমি কোথায়?
আমার হৃদয়ে না কী কল্পনায়?
মনে হয় স্বপনে ——-!
ওই নিঝুম রাতে —–
যখন ক্লান্ত শরীরে শুয়ে থাকি বিছানার একটি কোণে।
তখন শুধু তোমায় দেখি দু চোখ ভরে
আর মনে হয় ———-
তুমি আমার হৃদয়ে, বিরাজ করছো চিরতরে, চিরকালধরে মিলন বিরহের অঙ্গধবনি।
চিনি গো আমি তোমারে ——
তুমি যে মোর চিরদিনের সুখ –দুঃখের
স্বপনের সাথী।।
Advertisement