প্রতিবাদী
মহঃ মেজারুল ইসলাম
নীরব না থেকে প্রতিবাদী হতে শেখো,
নীরবতা মানে জীবনের গতি স্থির,অসাড়।
যতদিন দেহে আছে প্রাণ, প্রতিবাদী হও,
চিৎকার করে শাসককে বলো দাঁড়াও,
খুব হয়েছে আর নয় ক্ষান্ত হও।
তোমার নীরবতায় অত্যাচারীর বল,শক্তি,
তোমার নীরবতায় আজ শাসক হিংস্র।
নীরব মানেই তুমি স্বার্থপর, ভীতু,
নীরব থেকো না ,প্রতিবাদী হও,
খুব হয়েছে একবার ওঠে দাঁড়াও।
তোমার নীরবতায় এত ধর্ষণ, চুরি,মারামারি,
তোমার নীরবতায় মজুর, নারী, শিশু শোষিত।
জেগে ওঠো একবার প্রতিবাদ করো তুমি,
তোমার হুঙ্কারে শোষক কাঁপবে, দৃঢ় বিশ্বাস।
খুব হয়েছে ,অত্যাচারীর গলা চেঁপে ধরো একবার।
তুমি নীরব মানেই শাসকের জয়,
তুমি নীরব মানেই সন্তান হারা জননী।
তোমার নীরবতায় মানুষরূপী রাক্ষসের জন্ম,
তাই বন্ধু জেগে ওঠো একবার,
প্রতিবাদের সুরে গর্জে ওঠো তুমি।