কবি তৈমুর খান -এর তিনটি কবিতা

খবর

খবরআসছে , সবমৃত্যুরখবর

কসাইখানাহয়েযাওয়াপৃথিবীএখন

মৃত্যুরদোকান

আমরাবিক্রিহয়েযাচ্ছি

বাস ট্রেন রিকশায় ঘরে বাইরে —

যেকোনওমুহূর্তেমৃত্যুযন্ত্রগর্জেউঠবে

আরআমরাকতলহব

উটওগোরুরমতো , ছাগলওমুরগিরমতো

প্রতিদিনমৃত্যুরজন্মদিন

অশ্রুফুলবেদনামন্ত্রআরউদাসীনঘুম

আমরাসমর্পণকরেদিই

হেমনীষীলোকেরবাতাস

হেপ্রেমসুরভিপাখি

হেস্বপ্নমুকুলেরমহীরুহ

তোমরাবসন্তঘোষণাকরো

আরআলোছায়ায়মনভুলানিয়াগাও

আমরাভালোবাসাখুঁজতেখুঁজতেরক্তেভিজেযাই

সারারাত হিমের মতন রক্ত ঝরে….

———————————–

বন্ধু

কতচুমুছড়িয়েআছে

কুড়িয়ে নিচ্ছি   ।

রোদআরবৃষ্টিপেলে

নষ্ট হবে   ।

দ্রুতট্রাকপিসেযাচ্ছে

জুতোর আওয়াজ এগিয়ে আসছে  ।

এপাশওপাশচুমুরবাগান

ঠোঁটেরপাপড়ি , পাপড়িরগান

শুনতেশুনতেএইএতদূর

হেঁটেএলামমুগ্ধপুর

বেলাগেলপথেপথে

ফিরব একা

ভুলেছিসব

রাত হলে কারা বাজনা বাজায় ?

কাদের পুজো রোজ রাতে  ?

বিহ্বলশুধুঘুরতেথাকে

আমারসাথে

বন্ধু আমার….

——————————-

       অনধিকার

ভয়দেখাচ্ছে

ধমকদিচ্ছে

শাসনকরছে

আবারআমিথমকেগেছি

কত দূরে তুমি থাকো   ?

একটাটেবিল

দুটোটেবিল

রঙিনরাত

আলো জ্বলছে  ।

যারযাপিয়াস

পান করছে   ।

হাতেরকাছেঝিকিমিকি

শরীরে শরীর দুলছে   ।

হাওয়ায় উড়ছে বিকিনি  ।

চিতারসামনেদাঁড়িয়েআছি

সবাইদেখিপুতুলনাচছে

কেউ ডাকে না —

একটাটেবিল, দুটোটেবিল

রঙিন তরল এই শহরে..

————————————

কবি পরিচিতি 

তৈমুর খান, মূলত নব্বই দশকের কবি ও গদ্যকার হিসেবেই পরিচিত । বিখ্যাত বইগুলো হল :  কোথায় পা রাখি, বৃষ্টিতরু, খা শূন্য আমাকে খা, আয়নার ভেতর তু যন্ত্রণা, জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর, একটা সাপ আর কুয়াশার সংলাপ, প্রত্নচরিত, নির্বাচিত কবিতা।  পুরস্কার পেয়েছেন :  কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য সম্মান এবং সুখচাঁদ সরকার স্মৃতি পুরস্কার ।  ঠিকানা :রামরামপুর, শান্তিপাড়া, রামপুরহাট, বীরভূম জেলা, পিন কোড- ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ, ভারত । ফোন নম্বর +৯১-০৯৩৩২৯৯১২৫০

Comments

Leave a Reply