আমাদের গ্রামখানি / সৈয়দুল ইসলাম

Advertisement

আমাদের গ্রামখানি

সৈয়দুল ইসলাম
আমাদের গ্রামখানি
মায়ের মতন,
ফুল ফল ছায়া দিয়ে
করে যতন।
বৃক্ষলতায় ভরা
মায়াবী এই গ্রাম,
দেশে আর বিদেশে
অনেক সুনাম।
কাননে কুসুমকলি
ছড়িয়ে দেয় ঘ্রাণ,
পাখিদের কলতানে
নেচে ওঠে প্রাণ।
ধনী আর গরিবের
ভেদাভেদ ভুলে,
মিলেমিশে থাকি সবে
মানবের কুলে।
(ঠিকানাঃ হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বাংলাদেশ।) 
Advertisement
Advertisement

Leave a Reply

Developed by