মায়ের হাসি /   সৈয়দুল ইসলাম

Advertisement

মায়ের হাসি

সৈয়দুল ইসলাম
মা’ জননীর চন্দ্র হাসি
দেখলে জুড়ায় প্রাণ,
ফুলের মতোই মায়ের হাসি
ছড়ায় মধুর ঘ্রাণ।
মায়ের হাসির নেই তুলনা
যতোই হাসি ভাই,
জগত জুড়ে মায়ের হাসির
ঊর্ধ্বে যে হয় ঠাঁই।
মা’র হাসিতে মুক্তো ঝরে
ফুলফলে দেয় সাড়া,
একমূহুর্ত ভালো লাগেনা
মায়ের হাসি ছাড়া।
দুঃখ কষ্টে যতোই থাকি
দেখলে মায়ের মুখ,
দূর হয়ে যায় দুঃখ ব্যথা
পাই ধরণীর সুখ।
(ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট। মোবাইল-০১৭২৮১০৬২৯২)
Advertisement
Advertisement

Leave a Reply

Developed by