প্রকৃতি তুমি যে মহান  / মিথিলা আক্তার নদী 

Advertisement

প্রকৃতি তুমি যে মহান 

মিথিলা আক্তার নদী 
প্রকৃতি তুমি বড় লীলাময়
চারিদিকে শুধু তোমার খেলা হয়,
আকাশ-বাতাস, নদী-নালা
পর্বত থেকে পর্বত খেলা
 তোমার নামের দান
প্রকৃতি তুমি যে মহান ।
প্রাতঃকালে পাখির কলরবে
সৃষ্টির স্রষ্টা জাগে, নিস্তব্ধ আকাশের বাঁকে
ধরণী ফিরে পায় তার প্রাণ
প্রকৃতি তুমি যে মহান
সবই তোমার নামের দান ।
নদীর বুকে কলকল ধ্বনি
সমুদ্রের বিশাল বিশাল গোঙানি
দুই প্রান্তে দুই বেলাভূমি
মরুর বুকে ফুটেছে অগ্নির প্রাণ
প্রকৃতি তুমি যে মহান ।
Advertisement
Advertisement

Leave a Reply

Developed by