চঞ্চল চক্রবর্তী
চলতি কথায় সবাই বলে
মিলেমিশে চলা,
হৃদয়ে তার লুকিয়ে আছে
হাজার কথা বলা।
নাড়ির টানের শব্দ-দু’টির
বাস যে অপর মেরু,
কোথায় গেলে হবে যে শেষ
কোথায় গেলে শুরু।
মিলতে পারে পথের দিশা,
মিলতে পারে নদী,
আদর্শটা সবাই মিলে
মানতে পারো যদি।
সুখ-দুঃখের দিনগুলিতে
সবার সাথে মেলা,
একই পথের পথিক হয়ে
হাতটি ধরে চলা।
চিন্তা মেলে, ভাবনা মেলে,
বন্ধু যদিও মেলে
মন থেকে কি মিশতে পারে
অন্তর কি বলে?
মেশে যেমন দিগন্তটা
মাটির সঙ্গে আকাশ
দুজন মিশে হয় একাকার
একসাথে হয় প্রকাশ।
ধোঁয়া মেশে হাওয়ার সাথে
ধুলোর সঙ্গে বালি,
পৃথক করা যায় না তাদের
একসাথে হয় খালি।
বলতে পারা গোপন কথা
মনের দুয়ার খুলে,
সব অনুভব ব্যক্ত করা
ছদ্ম আগল ভুলে।
মুখোশটাকে সরিয়ে রেখে
আজব তরো নেশা,
দুজন যখন চেষ্টা করে
তাহলে হয় মেশা।
তেলে জলে মিলে গেলেও
মিশতে নাহি পারে,
মেলামেশা বলার আগে
ভাবো একটিবারে।
প্রশ্ন মাগো আমায় বাঁচতে দাও পারছি না আর মোটে ;কেরিয়ার গড়ার স্বপ্নে যে বুকটা যাচ্ছে…
বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিককালেরও পুরানো। এই দীর্ঘ ইতিহাসের পেছনে গভীর ও ব্যাপক প্রভাব…
পদর্শক... কালিশংকর বাগচী মম্বকমুণ্ডন করে মন্ত্রের পাঠ নিচ্ছে অন্ধকার, সন্ন্যাস নিতে ভবঘুরে-চোখ থেকে জ্যোতি নিংড়ে…
আমার প্রেমিকা শুভায়ুর রহমান বস্তুত এখন কোন মুখ সামনে এসে অধিকার দেখায় না তাই আমার…
মুখ ও মুখোশ শুভায়ুর রহমান বরাবরই মুখোশ দিয়ে মুখকে ঢাকার চেষ্টা হয় বরাবরই মুখকে লটকে…
পাখি শাবলু শাহাবউদ্দিন পাখি হইলো না আপন ভালোবেসে কেন তারে গো দিলাম আমার সরল মন…