কবি কাজী মাসুদ -এর কবিতা ‘কৃষ্ণের নীল জনম’

Advertisement

।। কৃষ্ণের নীল জনম ।।

।   কাজী মাসুদ  ।

Advertisement

যদি কখনো আমায় খুঁজতে
তোমার খুব ইচ্ছে হয়
তুমি নিরালায় ভেবো, দেখবে-
আমি জেগে আছি তোমার-
স্নিগ্ধ কন্ঠের প্রতিটি স্বরে ;
স্বরলিপির ঐকতানে
বিমোহিত সুরের মূর্ছনাতে
বেদনার্ত গানের আর্তনাদে ;
কখনো,তোমার প্রেমময় কোনো গানে-
বিমুগ্ধ অসংখ্য শ্রোতার করতালির তরঙ্গে।
শরতের অবারিত রূপসী মাঠে-
দোলায়িত কাশফুল
ও তোমার কৃষ্ণকেশী জুলফি হয়ে
তোমার শীতল চিবুক ছু্ঁয়ে-ছুঁয়ে।
শ্রাবণের বিষন্ন বিকেলে-
তোমার উদাসী মনের দীর্ঘশ্বাসে!
গোধূলির বিধুর মায়ায়
সাঁঝের বোবা কান্নায়
তোমার অশ্রুর মুক্তা দানায়;
সন্ধ্যা তারার স্বর্নালী দ্যুতিতে।
কখনোবা, ঝড়ের পাখি হয়ে-
হাসনা হেনার সুবাস নিয়ে
গভীর বৈশাখী রাতে
ভেজা ছেঁড়া ডানার পালকে
তোমার শিয়রে সারারাত-
মৃদু প্রকম্পনে দাঁড়িয়ে।
নিস্তব্ধ! ভোরের কুহেলিকায়,
তোমার জীবন ছন্দের নব হিল্লোলে!
শ্বেত শিশিরে-
তোমার পায়ে আলতার আলপনা ভিজিয়ে।
হেমন্তের সোনালী আভায়-
নবান্নের সৌরভে;
বসন্তের উদাস দুপুরে-
পত্র ঝরা শালবনের শ্যামল ছায়ায় বসে,
শিশুর মৌনতা নিয়ে-
তুমি সুদুরে চেয়ে থেকো;
বুঝবে,বেহালার করুণ বাঁশরী হয়ে-
আমি অনন্ত জেগে আছি
তোমার হৃদয় কুহুরে।

………………………………….
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট 
যশোর সদর, যশোর
বাংলাদেশ

Advertisement
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Advertisement
quark

Recent Posts

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিককালেরও পুরানো। এই দীর্ঘ ইতিহাসের পেছনে গভীর ও ব্যাপক প্রভাব…

2 months ago

পদর্শক… / কালিশংকর বাগচী

পদর্শক... কালিশংকর বাগচী মম্বকমুণ্ডন করে মন্ত্রের পাঠ নিচ্ছে অন্ধকার, সন্ন্যাস নিতে ভবঘুরে-চোখ থেকে জ্যোতি নিংড়ে…

5 months ago

আমার প্রেমিকা / শুভায়ুর রহমান

আমার প্রেমিকা শুভায়ুর রহমান বস্তুত এখন কোন মুখ সামনে এসে অধিকার দেখায় না তাই আমার…

5 months ago

মুখ ও মুখোশ / শুভায়ুর রহমান

মুখ ও মুখোশ  শুভায়ুর রহমান বরাবরই মুখোশ দিয়ে মুখকে ঢাকার চেষ্টা হয় বরাবরই মুখকে লটকে…

5 months ago

পাখি / শাবলু শাহাবউদ্দিন

পাখি শাবলু শাহাবউদ্দিন পাখি হইলো না আপন ভালোবেসে কেন তারে গো দিলাম আমার সরল মন…

5 months ago

আমাদের গ্রামখানি / সৈয়দুল ইসলাম

আমাদের গ্রামখানি সৈয়দুল ইসলাম আমাদের গ্রামখানি মায়ের মতন, ফুল ফল ছায়া দিয়ে করে যতন। বৃক্ষলতায়…

5 months ago